২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

করোনার ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন তানভীর হাসান

আপডেট: জুলাই ৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নিজিস্ব প্রতিবেদক:: করোনা ভাইরাসের কারণে আমরা অধিকাংশ মানুষই দীর্ঘদিন ধরে ঘরে আবদ্ধ। এখন আমরা সবাই নিজে এবং নিজের পরিবারকে বাঁচাতেই ব্যস্ত। এমনকি বর্তমানে অধিকাংশ রাজনৈতিক নেতা সহ বিভিন্ন সংগঠনের নেতাদেরও খোঁজ পাওয়া দুষ্কর। ঠিক তখনই নিজের জীবনের চরম ঝুঁকি নিয়ে, অনন্য প্রশংসনীয় ভূমিকা পালন করে চলছেন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলার সন্তান তানভীর হাসান নাবিল।

নীরবে নিভৃতে এই ঢাকা শহরে কোভিড-১৯ আক্রান্ত রোগীদেরকে বাসায় যেয়ে স্যাম্পল সংগ্রহ করে সম্পূর্ণভাবে ফ্রি টেস্ট করে পুনঃ রিপোর্ট বাসায় পৌঁছে দিচ্ছে তরুণ ছাত্রনেতা তানভীর হাসান নাবিল।

প্রচারবিমুখ ছাত্রনেতা তানভীর হাসান নাবিলের জন্য আজ গর্বের বুক ফুলিয়ে বলতে ইচ্ছে করছে, ছাত্র রাজনীতি মানেই সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি না। এই ছোট্ট দেশটার যত অর্জন, তার মূলে অন্যতম কারিগর তরুণ ও ছাত্র নেতৃত্ব।

আলোর ফেরিওয়ালা নতুন প্রজন্মের তরুণ ছাত্র নেতা তানভীর হাসান নাবিলকে স্যালুট।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network