২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

আমতলীতে শতাধিক কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

আপডেট: জুলাই ১১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি::
বরগুনার আমতলীতে মহামারী করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া উপজেলার গুলিশাখালী ইউনিয়নের শতাধিক কর্মহীন পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে মানবিক খাদ্য সহায়তা পরিবার প্রতি দশ কেজি চাল তিন কেজি আলু ও এক কেজি লবন বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ইউনুস আলী খান ডিগ্রী কলেজ প্রাঙ্গনে করোনায় কর্মহীন শতাধিক পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া মানবিক খাদ্য সহায়তা চাল আলু ও লবন বিতরণ করা হয়। এ মানবিক খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।

এসময় উপস্থিত ছিলেন গুলিশাখালী ইউনিয়নের ট্যাগ অফিসার উপজেলা বনকর্মকর্তাসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, মহামারী করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া গুলিশাখালী ইউনিয়নের শতাধিক পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, আলু ও লবন বিতরণ করা হয়েছে ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network