২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

পাথরঘাটায় জালে আটকা পড়ল ৯ হাত লম্বা অজগর

আপডেট: অক্টোবর ২৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনার পাথরঘাটায় পুকুরের জালে আটকা পড়া ৯ হাত লম্বা অজগর সাপ উদ্ধার করেছে বন্য প্রাণী ও সম্পদ সুরক্ষায় নিয়োজিত ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) স্বেচ্ছাসেবক জাকির মুন্সি। পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের রুহিতা-হাজিরখাল এলাকা থেকে রবিবার সকালে স্থানীয় অধিবাসী মো. কালু মিয়ার বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। পুকুরে একটি ইলিশ মাছ ধরার একটি পুরান সাইনজাল রাখা ছিল তাতে আটকে পরে সাপটি।

স্থানীয় টাইগার রেসপন্স টিমের স্বেচ্ছাসেবক মো. জাকির মুন্সি, জানান খবর পেয়ে অজগর সাপটি উদ্ধার করে বন বিভাগকে খবর দেওয়া হয় এবং নিকটবর্তী বিহঙ্গদ্বীপে অবমুক্ত করা হয়। এ সময় বন বিভাগের বিট অফিসার মো. সাইদুল হক উপস্থিত ছিলেন।

বিট অফিসার জানান, অজগর সাপটি লম্বায় প্রায় ৯ হাত এবং ওজন ২০ কেজি হবে। স্বেচ্ছাসেবক মো. জাকির মুন্সি জানান, রুহিতা, হাজিরখাল ও টেংড়া বনাঞ্চলে প্রায়ই অজগর সাপ পাওয়া যাচ্ছে। স্থানীয় মানুষ ভীত-সন্ত্রস্ত হয়েও মেরে ফেলছে মাঝে মধ্যে। গত মাসে এ রকম ৯টি সাপ ধরা পরে। বন বিভাগ এধরনের সাপকে বন্য প্রাণী বিবেচনায় অন্যকোনো বনে নিরাপত্তার জন্য অবমুক্ত করে থাকে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network