২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ভয়াবহ আগুনে ৫২ জনের প্রাণহানি: সেজান জুস কারখানার মালিক ও তাঁর ২ ছেলের জামিন

আপডেট: জুলাই ২২, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস এর সেজান জুস কারখানায় আগুনে পুড়ে ৫২ জনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার মালিক ও তাঁর দুই ছেলেকে জামিন দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে শুনানি শেষে তাঁদের জামিন মঞ্জুর হয়।

জামিনপ্রাপ্ত তিনজন হলেন হাসেম ফুডস কারখানার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেম এবং তাঁর দুই ছেলে হাসিব বিনতে হাসেম ও তারেক ইব্রাহিম। তবে আদালত মামলার অপর তিন আসামির জামিন নামঞ্জুর করেছেন।

এ বিষয়ে জেলা ও দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) মনিরুজ্জামান বুলবুল গণমাধ্যমকে বলেন, জামিন আবেদনের শুনানি শেষে আদালত তিন আসামির জামিন মঞ্জুর করেন।

৮ জুলাই হাসেম ফুডস কারখানায় আগুন লাগে। এ ঘটনায় ৫২ জনের মৃত্যু হয়। জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে কারখানার মালিক আবুল হাসেম, তাঁর চার ছেলেসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network