২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ভোলায় পুলিশি বাধা, বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড

আপডেট: নভেম্বর ২২, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::  ভোলায় খলেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসা নেওয়ার অনুমতির দাবিতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে শহরের মহাজনপট্টি বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হলে পুলিশি বাধায় মিছিলটি সেখানেই সমাপ্ত করা হয়। এর আগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে তারা একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন। এ সময় পুলিশ তাদেরকে ঘিরে রাখে।

সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, যুগ্ম সম্পাদক ইয়ারুল আলম লিটন, তরিকুল ইসলাম কায়েদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সরকার ইচ্ছাকৃতভাবে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না। একজন সাধারণ নাগরিকের চিকিৎসা পাওয়া মৌলিক অধিকার। সে যায়গায় দেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী আজ এ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আমরা সরকারে কাছে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network