নিজিস্ব প্রতিবেদক:: জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক অনুমোদিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, চট্টগ্রাম মহানগর কমিটিতে বাকেরগঞ্জের ছেলে জাহিদুল ইসলাম জোমাদ্দারকে সহ-সাধারণ সম্পাদক পদ পেয়েছেন ও হাবিবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক পদে পদোন্নতি দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোঃ কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম মহানগরের সভাপতি মোহাম্মদ মনজুরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ তাসবী, সাংগঠনিক সম্পাদক সাগর দাস, দপ্তর সম্পাদিকা শামসুন্নাহার। ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা নাতি নাতনি সংসদের সোহরাব হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযোদ্ধের চেতনা বাস্তবায়ন করতে মুক্তিযোদ্ধা সন্তনদের কোটা সহ সাত দফা দাবী, মুক্তিযোদ্ধা সন্তাদের সুসংগঠিত, সংগঠনের গতি বৃদ্ধি করার জোড় আহ্বান করা হয়।