আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২২
অপরাধপ্রবণ সড়কে পুলিশের অবস্থান ~ আপডেট নিউজ
এম.এ.আর.নয়ন: ডাকাতি-ছিনতাই প্রতিরোধ, জনসাধারণের জানমালের নিরাপত্তা প্রদান এবং চলাচল নির্বিঘ্ন করতে প্রতিদিন সন্ধ্যা নামার সাথে সাথেই চুয়াডাঙ্গা জেলার অপরাধপ্রবণ সড়ক-সহাসড়কে অবস্থান নিচ্ছে পুলিশ। এতে করে কমে এসেছে ডাকাতি ও ছিনতাই। মানুষজন যাতে নির্বিঘ্নে নিজ নিজ বাড়িতে পৌঁছাতে পারে সেজন্য জেলার প্রত্যেক থানাধীন অপরাধপ্রবণ এলাকায় চালু করা হয়েছে হোন্ডা মোবাইল ডিউটি। ফলে নিজেদের প্রয়োজনীয় কাজ শেষে রাত হলেও নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারছেন সর্ব শ্রেণি-পেশার মানুষ।
জেলার জীবননগর, দর্শনা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা থানাধীন অপরাধপ্রবণ এলাকায় হোন্ডা মোবাইল ডিউটি চালুর ফলে নির্বিঘ্নে চলাচল করতে পারছেন পথচারী ও বিভিন্ন যানবাহনের চালক। সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ সরেজমিনে উপস্থিত হয়ে অফিসার-ফোর্সদের ডিউটি পালন দেখভাল করছেন। তাদের সাথে কথা বলছেন, দিচ্ছেন নানা ধরনের পরামর্শ। হোন্ডা মোবাইল ডিউটি গভীর রাত পর্যন্ত চললেও পুলিশের অন্যান্য টিমের ডিউটি চলে ভোর পর্যন্ত। মানুষজন যাতে শান্তিতে ঘুমাতে পারে সেজন্য সারারাত জেগে থেকে ডিউটি পালন করে চলেছেন পুলিশ সদস্যরা।
চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জনগণের সেবক হওয়ার প্রত্যয় নিয়ে জনবান্ধব পুলিশিং, মাদকমুক্ত সমাজ বিনির্মাণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের সকল সদস্যকে সম্পৃক্ত থাকার জন্য নির্দেশনা প্রদান করেছেন। পাশাপাশি অপরাধপ্রবণ সড়কে নিয়মিত পুলিশি টহল জোরদার, হোন্ডা মোবাইল, বিট পুলিশিং কার্যক্রম, ওয়ারেন্ট তামিল, বাড়ির মালিক ও ভাড়াটিয়ার তথ্য হালনাগাদকরণ, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও চোরাচালান প্রতিরোধের উপরে গুরুত্বারোপ করেছেন।
উল্লেখ্য, পুলিশ মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ, বিপিএম-বার দায়িত্ব নেওয়ার পর থেকে পূর্বের তুলনায় অনেক আধুনিক হয়েছে বাংলাদেশ পুলিশ। নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে তারা রাত-দিন ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে। অর্জন করতে পেরেছে জনসাধারণের আস্থা। এছাড়া জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে রাত-দিন যেকোন সময় সেবা নিতে পারছেন দেশের সব প্রান্তের মানুষ।

