আপডেট: জানুয়ারি ১, ২০২৪
ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরে পল্লী কবি জসীমউদ্দীনের ১২১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।সোমবার সকালে এ উপলক্ষে কবির নিজ বাড়ি ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুরে পারিবারিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের পর দোয়া করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কবিভক্তরা সেখানে উপস্থিত হন।এদিন সকাল ৮টার দিকে জেলা প্রশাসন ও জেলা পুলিশসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কবির কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবীরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক অধ্যাপক মো. শাহজাহান, ফরিদপুর সাহিত্য সংস্কৃতি উন্নয়ন সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ ও অধ্যাপক এমএ সামাদ।
উল্লেখ্য, ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন পল্লী কবি জসীমউদ্দীন। ১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।