আপডেট: জুন ১৯, ২০২৪
অনলাইন ডেস্ক:: ময়মনসিংহের ফুলপুরে কোরবানির গরুর গোশত রান্নার পর একটি টুকরায় অলৌকিকভাবে ‘আল্লাহ’ লেখা ভেসে উঠে। পরে বাড়ির লোকজন গোসতের ওই টুকরাটিকে সংরক্ষণ করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৭ জুন) দুপুরে পবিত্র ঈদুল আজহার দিন উপজেলার পয়ারী ইউনিয়নের সাহাপুর গ্রামে দি মোহাম্মদ টেইলার্সের মালিক মোহাম্মদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, মোহাম্মদ আলী প্রতিবারের মতো এবারো সমাজভুক্ত হয়ে কোরবানি দিয়েছিলেন। সমাজ থেকে পাওয়া গরুর গোশত দুপুরে রান্না করতে যান তার স্ত্রী মিনা আক্তার। গোশত রান্না করার পর পরিবেশনের সময় ওই টুকরাটি চোখে পড়ে। এ সময় গোশতের টুকরায় দেখা যায় আরবি হরফে লেখা রয়েছে, ‘আল্লাহ’। তবুও লেখাটি নিশ্চিত হওয়ার জন্য স্থানীয় প্রবীণ মুসল্লিদের দেখালে তারাও ‘আল্লাহ’ লেখাটি নিশ্চিত করেন। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে ‘আল্লাহ’ লেখা গোশতের টুকরাটি একনজর দেখতে আশপাশের এলাকা থেকে শত শত মানুষ ওই বাড়িতে ভিড় জমান।
মিনা আক্তার নামের ওই নারী বলেন, কোরবানির গোশত ধুয়ে রান্না করা পর্যন্ত ‘আল্লাহ’ লেখাটি আমার চোখে পড়েনি। কিন্তু পরিবেশনের সময় হঠাৎ গোস্তের টুকরার মাঝে পরিষ্কারভাবে ‘আল্লাহ’ লেখাটি ভেসে উঠে। এমতাবস্থায় পরিবারের সদস্যদেরকেও লেখাটি দেখানো হয়। পরে গোশতের উক্ত টুকরাটি আলাদা করে রেখে দিয়ে স্থানীয় প্রবীণ মুসল্লিদের দেখালে তারাও নিশ্চিত করেন গোশতে ‘আল্লাহ’ লেখা রয়েছে।তিনি বলেন, জীবনে অনেকবার শুনেছি গোশতের টুকরায় ‘আল্লাহ’ লেখা ভেসে উঠেছে। কিন্তু আমি ‘আল্লাহ’ লেখা পাব, কল্পনাও করিনি।‘আল্লাহ’ লেখা গোশতের টুকরাটি খাওয়া যাবে কি-না জানতে চাইলে ময়মনসিংহ নগরীর চর ঈশ্বরদিয়া এলাকার একটি মসজিদের ইমাম আবু সাঈদ বলেন, ওই গোশত খাওয়াতে কোনো সমস্যা নেই। বরং বরকতের নিয়তে খুশি মনেই খাওয়া উচিত।