১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

ফেনীতে বন্যাদুর্গতদের চিকিৎসা সেবায় বিজিবির মেডিকেল ক্যাম্পেইন

আপডেট: আগস্ট ২৪, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

ফেনীতে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাসমূহে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের উদ্ধার তৎপরতা, ত্রাণ সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় শনিবার (২৪শে আগস্ট ২০২৪) দিনব্যাপী বর্ডার গার্ড হাসপাতাল, ঢাকা এর মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. শাহ মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ মেডিকেল টিম বন্যাদুর্গত ফেনী জেলার জয় লস্করপুর উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেন।

উক্ত মেডিকেল ক্যাম্পেইনে ২০০ জন পুরুষ, ২৫০ জন মহিলা ও ৫০ জন শিশুসহ মোট ৫০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়। এর মধ্যে ২০০ জনকে সর্দি জ্বর, ১০০ জনকে চর্মরোগ, ৮০ জনকে ডায়রিয়া, ৫০ জনকে ব্যথাজনিত রোগ, ৫০ জনকে শিশুরোগের এবং ২০ জনকে সার্জিক্যাল চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network