আপডেট: আগস্ট ১৬, ২০২৫
আপডেট নিউজ: শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে ইসলামিক এডুকেশন সোসাইটি বরিশাল জেলা শাখার উদ্যোগে এক শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বরিশাল সিটি কলেজের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক এডুকেশন সোসাইটি’র সহকারী পরিচালক মাওলানা মুহা. মুহিবুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান।
উদ্বোধনী বক্তব্য দেন ইসলামিক এডুকেশন সোসাইটি বরিশাল জেলা সভাপতি অধ্যাপক সাইয়েদ আহমেদ খান।
এছাড়া উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন বরিশাল জেলা সেক্রেটারি অধ্যাপক মো. আ. ছালাম, মাধ্যমিক শিক্ষক পরিষদ বরিশাল জেলা সভাপতি মো. সাইদুর রহমান এবং প্রাথমিক শিক্ষক পরিষদ বরিশাল জেলা সেক্রেটারি মুহাম্মদ আবুল কাসেম।
কর্মশালায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণ ও আধুনিক শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।