১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

পবিপ্রবিতে “সিটিজেন চার্টার রিভিউ এন্ড আপডেটিং” শীর্ষক ওয়ার্কশপ

আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

মো: ইউনুছ, দুমকী(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) “সিটিজেন চার্টার রিভিউ এন্ড আপডেটিং” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার অনুষদের সেমিনার কক্ষে দিনব্যাপী এ কর্মশালা আয়োজন করা হয়।

আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল মাসুদ এর সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ এবং রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন।

ওয়ার্কশপে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান। মুখ্য আলোচক ছিলেন অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর বদিউজ্জামান। আলোচক হিসেবে বক্তব্য রাখেন অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার এবং প্রফেসর আবুল বাশার খান। দিনব্যাপী এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও দফতরের শিক্ষক-কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network