১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

বাউফলে হত্যা মামলার প্রধান আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার

আপডেট: অক্টোবর ২, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

মিশু সিকদার, বাউফল প্রতিনিধি: বাউফলের একটি হত্যা মামলার আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশের একটি দল। শাহ-আলম নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি হিসেবে গোবিন্দ ঘরামিকে(৪২) গ্রেপ্তার হয়।

বুধবার (১ অক্টোবর) রাতে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে বাউফল থানা এসআই মাসুদ খলিফার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বাউফল থানা সূত্রে জানাগেছ, চলতি বছরের ২৩ মার্চ বাউফলের কায়না গ্রামে নিহত শাহ-আলমের ছাগল একই এলাকার গোবিন্দ ঘরামির জমির ঘাস খেলে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুরুতর আহত হন শাহ-আলম। তাকে হাসপাতালে ভর্তি করা হলে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

এ ঘটনায় প্রথমে হামলার মামলা হলেও পরবর্তীতে তা হত্যা মামলায় রূপ নেয়। ঘটনার পর থেকে মামলার আসামিরা পলাতক ছিলেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ খলিফা বলেন, “দীর্ঘদিন ধরে পলাতক থাকা প্রধান আসামিকে তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।”

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, “গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।”

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network