২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

জীবননগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট: অক্টোবর ২৯, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

নানা আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার জীবননগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকালে জীবননগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন ময়েনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রানা, মো. মিনাজুল, জাকির আহমেদ শামীম এবং সরোয়ার হোসেন।

এসময় তারা বলেন, ‘যুবদল প্রতিষ্ঠার পর থেকেই গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও গণতান্ত্রিক আন্দোলনে যুবদল আরও সক্রিয় ভূমিকা রাখবে।’

আলোচনা সভা শেষে কেক কেটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। পরিশেষে দেশের কল্যাণ ও দলের সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network