১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

জীবননগরে জামায়াতে ইসলামীর নির্বাচনি মহিলা সমাবেশ

আপডেট: নভেম্বর ১৪, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

জীবননগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ই নভেম্বর) সকাল ১০টার সময় জীবননগর থানা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মো. রহুল আমিন।

এসময় মহিলাদের উদ্দেশে তিনি বলেন, ‘আজকে বাংলাদেশের সকল দল ভোট চাইবে এটাই স্বাভাবিক। আমরাও মানুষের কাছে ভোট চাচ্ছি। কিন্তু তাদের আর আমাদের একটি মৌলিক পার্থক্য আছে। নির্বাচনের নমিনেশন কিনতে আমার এক টাকাও খরচ হয়নি। নির্বাচনে কাজ করতেও আমার টাকা লাগবে না। আমার বাবার জমিদারি বিক্রি করে আমি নির্বাচন করব না। নির্বাচিত হওয়ার পরে মানুষের টাকা ফাঁকি দেওয়া, সরকারি টাকা ফাঁকি দেওয়া এবং মানুষের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করার ধান্দা আমার থাকবে না। এটা আমাদের দ্ব্যর্থহীন ঘোষণা যা অন্য কেউ দিতে সক্ষম নয়। অন্যদের সাথে এটি আমাদের একটি পার্থক্য।’

জামায়াতে ইসলামীর জীবননগর উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি সুমাইয়া নূর সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনি এ মহিলা সমাবেশে প্রধান মেহমান ছিলেন মহিলা জামায়াতের আঞ্চলিক সহকারী ফিরোজা ইয়াসমিন বিউটি।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, পেশাজীবী পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক খলিলুর রহমান, তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, উলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান প্রমুখ। এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network