৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

দাঁড়িপাল্লার দূর্গে পরিণত হয়েছে বাকেরগঞ্জ, দাবি সমর্থকদের

আপডেট: ডিসেম্বর ৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ : বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে অন্তত এক বছর আগ থেকেই নির্বাচনী প্রচারণার মাঠে রয়েছে দাঁড়িপাল্লার প্রার্থী মাহমুদুন্নবী তালুকদার। সব দলের আগে জামায়াতের প্রার্থী চুড়ান্ত হওয়ায় এই সুযোগটি পেয়েছেন তিনি। এরপর থেকেই নির্বাচনী মাঠে সরব হয়েছে দাঁড়িপাল্লার কর্মী সমর্থকরা।
মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি। তাছাড়া ইতিপূর্বে বাকেরগঞ্জ উপজেলা আমির ছিলেন দীর্ঘদিন। দাড়িপাল্লা মার্কায় নির্বাচন করে আগেই তিনি সর্বমহলে সুপরিচিত। ফলে সাধারণ মানুষ মাহমুদুন্নবীকে হেভিওয়েট প্রার্থী হিসেবেই দেখছেন।
এবারেও এখন পর্যন্ত নির্বাচনী সভা সমাবেশ, মোটরসাইকেল র‌্যালি, উঠান বৈঠক, ভোটকেন্দ্র কমিটি গঠন সহ প্রচার প্রচারণায় জামায়াত প্রার্থী মাহমুদুন্নবী তালুকদারকেই বেশি দেখা যাচ্ছে। সম্ভাব্য প্রার্থী ঘোষিত হওয়ায় প্রায় দশ মাস আগে থেকেই তিনি ভোটের মাঠ যেন চষে বেড়াচ্ছেন। বিএনপির ভোটব্যাংক খ্যাত এই আসনটিতে দীর্ঘদিন রাজত্ব করেছে বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। তবে এবার এই আসনটিতে একটি পরিবর্তন আনতে ব্যাপক চেষ্টা করে যাচ্ছেন দাঁড়িপাল্লা সমর্থকরা।
এদিকে সম্প্রতি প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান। তাকে প্রার্থী ঘোষণা করায় উপজেলা বিএনপির মধ্যে ছোটখাটো বিবেধ অনেকটাই নিরসন হয়ে আসছে। সুসংগঠতি বড় দল হিসেবে তারা অল্প দিনেই ভোটকেন্দ্রিক অনেক কার্যক্রম সম্পন্ন করেছে।
এদিকে আলোচনায় আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুহাম্মদ মিজানুর রহমান। তবে নির্বাচন কিংবা ভোট কেন্দ্রীক তাদের তেমন কোন কার্যক্রম চোখে পড়ছে না। ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা তাদের প্রার্থীকে নিয়ে আশাবাদী হলেও বাস্তব মাঠে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, বাকেরগঞ্জে সম্ভাব্য চারজন প্রার্থীর মধ্যে সবচেয়ে নির্বাচনী প্রচারণা বেশি চালিয়েছেন মাওলানা মাহমুদুন্নবী। বিগত সময়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে এবং ছোটখাটো প্রয়োজনেও সাধারণ মানুষের পাশে দাড়িয়েছেন তিনি। ফলে সাধারণ মানুষ বলছেন, একজন মার্জিত সভাবের সাদাসিধে মানুষ হিসেবে আমরা মাহমুদুন্নবীকে চিনি। তাই এবার তার জন্য একটি বিশেষ সম্ভাবনার আলো দেখা যাচ্ছে।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়ারে প্রার্থী বিগত দিনে মাঠ চষে বেড়িয়ে সবকিছু গুছিয়েছেন। তাদের জয়ের সম্ভাবনা রয়েছে। এখন যদি ইসলামী জোটের কারনে এই আসনটি চরমোনাইকে দেয় তাহলে তারা সোচনীয়ভাবে হারবে। কেননা তাদের এতো দিনে গোছানো আসনটি এভাবে হেলায় হারানো ঠিক হবেনা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network