আপডেট: জানুয়ারি ৩১, ২০২৬
আপডেট নিউজ : ঝালকাঠি-২ (ঝালকাঠি ও নলছিটি) আসনের ভোটারদের উদ্দেশে নিজের দীর্ঘদিনের সমাজসেবামূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছেন সৈয়দ রাজ্জাক আলী (রাজ্জাক সেলিম)।
তিনি বলেন, রাজনীতি তার কাছে ক্ষমতার হাতিয়ার নয়—মানুষের হক আদায়ের মাধ্যম।
প্রথমত, তিনি জানান ১৯৯৮ সাল থেকে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঘর নির্মাণে টিন বিতরণ, দুধের গরু প্রদান,শিক্ষার্থীদের বই সহায়তা, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহসহ নানা সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান অগ্রাধিকার
তার ভাষ্য অনুযায়ী, অসুস্থ ও অসহায় মানুষদের স্থানীয়ভাবে চিকিৎসার পাশাপাশি ঢাকায় উন্নত চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।
এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি রোগী এই সহায়তার আওতায় এসেছেন, যা এখনো চলমান।
এছাড়া তিনি গরিব শিক্ষার্থীদের স্টাইপেন্ড, স্কুলে মেয়েদের আলাদা বাথরুম ও বিশুদ্ধ পানির ব্যবস্থা, মসজিদ-মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান এবং ক্রীড়া সামগ্রী বিতরণের কথাও উল্লেখ করেন। উপজেলা চেয়ারম্যান হিসেবে কার্যক্রম
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান থাকার সময় সরকারি সুবিধাবঞ্চিত প্রায় এক হাজার পরিবারকে মাসিক ভাতা।
শত শত রিকশা-ভ্যান বিতরণ এবং নিজ অর্থে দুই শতাধিক ডিপ টিউবওয়েল স্থাপনের কথা জানান তিনি।
তাছাড়া প্রতি বছর রমজান ও কোরবানিতে চাল, ডাল, আলু, ছোলা, চিনি, খেজুর ও মাংস।
খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে বলেও দাবি করেন রাজ্জাক সেলিম। নলছিটির বাস্তবতা ও পরিবর্তনের অঙ্গীকার
অন্যদিকে তিনি বলেন, নলছিটি এখনো দারিদ্র্য, কর্মসংস্থানের ঘাটতি, দুর্বল স্বাস্থ্যসেবা ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছে।
এসব সমস্যার সমাধানে ভোটের প্রতিশ্রুতি নয়—বাস্তব কাজের মাধ্যমে পরিবর্তন আনতে চান তিনি।
তার ঘোষিত অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে—বিনামূল্যে চিকিৎসা ও নিয়মিত মেডিকেল ক্যাম্প, গরিব শিক্ষার্থীদের সহায়তা, ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলে ফেরানো এবং বেকার যুবকদের বিনাসুদে ব্যবসায়িক পুঁজি প্রদান।
ভোটারদের কাছে আবেদন শেষে তিনি বলেন, আল্লাহ যদি তাকে ঝালকাঠি ও নলছিটির সেবক হিসেবে কবুল করেন, তবে একটি সৎ, বাস্তবসম্মত ও আল্লাহভীরু উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ।

