৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুড়িগ্রামে অসংখ্য বিদ্যুতের খুঁটি ও গাছ রেখেই চলছে সড়ক নির্মাণ কাজ

আপডেট: জানুয়ারি ২৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম, চায়ের টেবিলে বহুল বিতর্কের পরেও অসংখ্য বিদ্যুতের খুঁটি ও বিশাল সাইজের গাছ ভেতরে রেখেই চলছে হরিকেশ মোড় আরএইচডি থেকে কাঁঠালবাড়ি জিসি ভায়া হলোখানা ইউপিসি সড়ক নির্মাণের কাজ।

জনগুরুত্বপূর্ণ এই সড়কটি মোট দৈর্ঘ্য ৯.৮ কিঃ মিঃ। ১৫ কোটি ৪৬ লাখ ১৪ হাজার ৯শ ৬৯ টাকা ব্যয়ে নির্মাণের কাজ করছে আরএবি-আরসি-বিসি-এইচটি জেভি নামে ঠিকাদার প্রতিষ্ঠান।

বিশাল সাইজের অসংখ্য গাছ ও বিদ্যুতের খুঁটি ভেতরে রেখেই সড়ক নির্মাণ করায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া থাকলেও রহস্যজনক কারণে এ কাজ নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাইছে না কেউ। তবে অনেকেরই মন্তব্য, অফিসকে ম্যানেজ করে চলছে এই কাজ।

স্থানীয়রা জানান, সড়কের মধ্যে থাকা বিশাল আকারের গাছ গুলো ও বৈদ্যুতিক খূঁটি রেখে কাজ সমাপ্ত করলে সেই সড়ক দিয়ে আদৌ মানুষ চলাচল করতে পারবে কি? গাছের শিকড় আস্তে আস্তে বৃদ্ধি পাবে ও গাছ ঝড়ে বাতাসে নড়বে তখন সড়ক দুর্বল হয়ে ফেটে যাবে। তাই তারা কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট আরএবিআরসিবিসি এইচটি জেভি ঠিকাদারি প্রতিষ্ঠানের অংশিদার মোঃ বেলাল হোসেনকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি।

কুড়িগ্রাম সদর এলজিইডি’র ইঞ্জিনিয়ার মোঃ ফিরোজুর রহমান বলেন, গাছ গুলো জেলা পরিষদের। আমরা জেলা পরিষদে চিটি দিয়েছি তারা ব্যবস্থা নিবে। জনদুর্ভোগ কমাতে তাড়াতাড়ি সড়ক নির্মাণ শুরু করি।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ফিরুজুল ইসলাম ও নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজুর রহমানকে মুঠোফোনে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network