৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

চুয়াডাঙ্গায় তিন প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

আপডেট: জানুয়ারি ২৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার 

চুয়াডাঙ্গায় তদারকিমূলক অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৮শে জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার কুলচারা ও বড়বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

তিনি জানান, বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার কুলচারা ও বড়বাজার এলাকায় শিশুখাদ্য, সার-বীজ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

তদারকিকালে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয় ও সংরক্ষণ করায় কুলচারার মকবুল হোসেনের প্রতিষ্ঠান মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে আনোয়ার হোসেনের প্রতিষ্ঠান মেসার্স সাকিব ট্রেডার্সে অভিযান চালিয়ে অবৈধভাবে সার বিক্রয় ও ভাউচার সংরক্ষণ না করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অবৈধ শিশুখাদ্য বিক্রয় করায় চুয়াডাঙ্গা নিচের বাজারের নাজমুল হকের প্রতিষ্ঠান মেসার্স আক্কাস স্টোরকে জরিমানা করা হয় ৩০ হাজার টাকা।

অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network