৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
বাকেরগঞ্জে হ্যাঁ ভোট সমর্থক গোষ্ঠীর গণভোট প্রচারণায় ব্যাপক সাড়া গৌরনদী ক্যাথলিক চার্চ পরিদর্শনে ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত খাগড়াছড়িতে ‘জনগণের মুখোমুখি’ নাগরিকের প্রশ্নে উন্নয়ন-প্রতিশ্রুতিতে মুখর ১০ প্রার্থী ধানের শীষে ভোট দিয়ে যুদ্ধাপরাধীদের বয়কট করব: আনিসুর রহমান আনিস খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনি মহিলা সমাবেশ: দাঁড়িপাল্লা প্রতীকে ভোটের আহ্বান ইসলামী মূল্যবোধের সমাজ গঠনেই মিলবে মুক্তি: মাওলানা আবদুল জব্বার জীবননগর সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেয়ারডিল উদ্ধার পদোন্নতি পেলেন শেবাচিমের কার্ডিওলজিস্ট ডা. আফজাল হোসেন হারার ভয়ে মানুষ হ‘ত্যা ও আতঙ্ক সৃষ্টি করছে একটি দল : -শফিকুল ইসলাম মাসুদ

ইসলামী মূল্যবোধের সমাজ গঠনেই মিলবে মুক্তি: মাওলানা আবদুল জব্বার

আপডেট: জানুয়ারি ৩০, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে ১১ দলীয় ঐক‍্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস‍্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে দেশে ন্যায়বিচার, শান্তি এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠন করতে হবে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ আমরা যদি জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে সংসদে যাওয়ার সুযোগ পাই, তবে সাধারণ মানুষের কল্যাণে কাজ করব ইনশাআল্লাহ।

তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হরিনাথপুর ও বড়জালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাই। আমরা মানুষের বাসযোগ্য একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে তিনি হরিনাথপুর ইউনিয়নে নারী ভোটারের অংশগ্রহণে একটি উঠান বৈঠক ও রাতে বড়জালিয়া ইউনিয়নের বাদামতলা বাস স্ট্যান্ডে উঠান বৈঠকে বক্তব্য রাখেন। এছাড়াও বড়জালিয়া ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। প্রচারণাকালে তিনি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে জনগনের কল্যানে কাজ করার প্রতিশ্রুতি দেন । এলাকাবাসী জানান, বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধানে তারা একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রতিনিধির অপেক্ষায় রয়েছেন এক্ষেত্রে দাঁড়িপাল্লার প্রার্থীর প্রতিশ্রুতিতে তারা আশ্বস্ত।এ

এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের হিজলা উপজেলা আমীর অধ্যাপক নুরুল আমিন, উপজেলা সেক্রেটারী সৈয়দ গুলজার আলম, বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা শাহে আলম চৌধুরী সামু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের হিজলা উপজেলা সভাপতি মোঃ খলিলুর রহমান, বড়জালিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুল্লাহ, হরিনাথপুর ইউনিয়ন সভাপতি মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচি জুড়ে স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network