আপডেট: জানুয়ারি ৩০, ২০২৬
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০৩ বোতল ভারতীয় ফেয়ারডিল উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (৩০শে জানুয়ারি) সকালে উপজেলার মানিকপুর গ্রামের পাকা রাস্তার উপর হতে আসামিবিহীন এসব ফেয়ারডিল উদ্ধার করা হয়।
শুক্রবার বিকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের তথ্যের ভিত্তিতে উথলী বিওপির একদল বিজিবি শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭১/১-এস হতে আনুমানিক ৫০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় আসামিবিহীন ৫০৩ বোতল ভারতীয় ফেয়ারডিল (Fairdyl Maleate Syrup) উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার ইছাববর আলী।

