আপডেট: জানুয়ারি ৩০, ২০২৬
জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি
সাবেক ছাএদল নেতা,শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আরাফাত রহমান কোকো এীড়া সংসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ দেশের সর্ববৃহৎ জনসমর্থিত রাজনৈতিক সংগঠন। ‘৭১ এর পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে যুদ্ধাপরাধী রাজাকার- আলবদরদের বয়কট করবো। তিনি বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ব্যা সাড়ে ৭টায় বাউফলের আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।তিনি সকল নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে জনগণের কাছে ধানের শীষের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানান। ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ, জিয়া গবেষণা পরিষদের পটুয়াখালী জেলা শাখার সদস্যসচিব গোলাম কিবরিয়া লিটন, যুগ্ম আহবায়ক মঞ্জুরুল আহসান মানিক, বাউফল উপজেলা বিএনপি’র সাহিত্য সম্পাদক কবি মো: রুস্তম আলী, উপজেলা ছাএদলের সাবেক সহ-সভাপতি শাহিন রেজা, এফ মাহমুদ রিয়াদ প্রমুখ। এর আগে তিনি নওমালা ভাংগা ব্রিজ ও নগরেরহাটে দুটি নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

