৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
বাকেরগঞ্জে হ্যাঁ ভোট সমর্থক গোষ্ঠীর গণভোট প্রচারণায় ব্যাপক সাড়া গৌরনদী ক্যাথলিক চার্চ পরিদর্শনে ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত খাগড়াছড়িতে ‘জনগণের মুখোমুখি’ নাগরিকের প্রশ্নে উন্নয়ন-প্রতিশ্রুতিতে মুখর ১০ প্রার্থী ধানের শীষে ভোট দিয়ে যুদ্ধাপরাধীদের বয়কট করব: আনিসুর রহমান আনিস খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনি মহিলা সমাবেশ: দাঁড়িপাল্লা প্রতীকে ভোটের আহ্বান ইসলামী মূল্যবোধের সমাজ গঠনেই মিলবে মুক্তি: মাওলানা আবদুল জব্বার জীবননগর সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেয়ারডিল উদ্ধার পদোন্নতি পেলেন শেবাচিমের কার্ডিওলজিস্ট ডা. আফজাল হোসেন হারার ভয়ে মানুষ হ‘ত্যা ও আতঙ্ক সৃষ্টি করছে একটি দল : -শফিকুল ইসলাম মাসুদ

বাকেরগঞ্জে হ্যাঁ ভোট সমর্থক গোষ্ঠীর গণভোট প্রচারণায় ব্যাপক সাড়া

আপডেট: জানুয়ারি ৩০, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে বরিশালের বাকেরগঞ্জে প্রচারণায় নেমেছে হ্যাঁ ভোট সমর্থক গোষ্ঠী।

শুক্রবার (৩০ জানুয়ারি) জুমার নামাজের পর বিভিন্ন মসজিদের মুসল্লিদের মাঝে “হ্যা” সমর্থক গোষ্ঠীর আহবায়ক ও নতুন বাকেরগঞ্জের স্বপ্নদ্রষ্টা এম আনোয়ার হোসেন সিকদার লিফলেট বিতরণ করেন। এসময় এনসিপির বরিশাল জেলার সিনিয়র যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম মুন্সী উপস্থিত ছিলেন।

হ্যা ভোট ক্যাম্পেইনের সময় এম আনোয়ার হোসেন সিকদার বলেন, গণভোটে ‘হ্যাঁ’ মানে জনগণের ক্ষমতা জনগণের হাতেই ফিরিয়ে দেওয়া। আর ‘না’ মানে হচ্ছে দিল্লির দালালী, বিচারিক হত্যাকাণ্ডকে সমর্থন দেওয়া। ‘হ্যাঁ’ মানে বিগত ফ্যাসিবাদী আমলে সংঘটিত গুম, খুন ও আয়নাঘরের সংস্কৃতির মানবতাবিরোধী অপরাধীদের বিচারের আওতায় আনা এবং ফ্যাসিবাদী কাঠামো ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা।

তিনি বলেন, দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে তিনি দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা পালন করে এসেছেন। তারই ধারাবাহিকতায় ‘হ্যা ভোট সমর্থক গোষ্ঠীর’ ব্যানারে তিনি বাকেরগঞ্জ উপজেলায় গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে গণজমায়েত কর্মসূচি করছেন।গণজমায়েতের উদ্দেশ্য হলো, গণভোটের গুরুত্ব জনগণের সামনে স্পষ্ট করা, বিভ্রান্তি ও রাষ্ট্র সংস্কারের পক্ষে একটি সুসংহত গণসচেতনতা গড়ে তোলা।

তিনি আরও বলেন, ছাত্রসমাজ ও সাধারণ জনগণ ইতোমধ্যে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে প্রথম সিলই পড়বে ‘হ্যাঁ’-এর পক্ষে। তিনি বাকেরগঞ্জবাসীকে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে গ্রাম ও মহল্লায় প্রচার প্রচারণা জোরদার করার আহ্বান জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network