২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুড়িগ্রাম জেলা যুবদলের কমটি নিয়ে বাণিজ্যের অভিযোগ ব্যাপক তোলপাড়ের সৃষ্টি

আপডেট: জুলাই ৩১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক।।   কুড়িগ্রাম জেলা যুবদলের কমিটি নিয়ে বাণিজ্যের অভিযোগ ফাঁস হওয়ায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

প্রাপ্ত লিখিত অভিযোগে জানা যায়- কেন্দ্র অনুমোদিত জেলা কমিটির ৪নং সহ- সভাপতি হিসেবে শহীদ জিয়া বাজার ব্যাবসায়ী সমিতির তিনবারের নির্বাচিত সভাপতি মোঃ সফিকুল ইসলামকে রাখা হয়।

কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি ও সাধারন সম্পাদক কৌশলের আশ্রয় নিয়ে অতি গোপনে গত ২৬ জুলাই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্র অনুমোদিত কমিটির ৪ নং সহ-সভাপতি সফিকুল ইসলামকে বাদ দিয়ে তার স্থলে সামাজিক ভিত্তিহীন পানের দোকানদার শফিকুল ইসলামের নাম অন্তর্ভুক্ত করে। এ ঘটনা ফাঁস হবার পর কুড়িগ্রাম জেলা যুবদলের রাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়লে গ্রুপিংয়ের সুত্রপাত হয়।

এ ঘটনার পরদিন কেন্দ্র অনুমোদিত কমিটির বৈধ ৪নং সহ- সভাপতি সফিকুল ইসলাম পাল্টা প্রতিবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিটি বাণিজ্যের ঘটনা ফাঁস করে দেন।

অবস্থার বেগতিক দেখে কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি এবং সাধারন সম্পাদক চরম বিব্রত পরিস্থিতির মুখে পড়েছেন। এনিয়ে জেলা যুবদলের কমিটি দ্বিধা বিভক্ত হয়ে হয়ে পড়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network