২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

মুলাদী সমিতি ঢাকা’র বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

আপডেট: আগস্ট ৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

স্টাফ রিপোর্টার ॥ মুজিব শতবর্ষ উপলক্ষে ‘প্রধানমন্ত্রীর আহ্বান, তিনটি করে গাছ লাগান’ স্লোগানকে সামনে রেখে মুলাদী সমিতি ঢাকা’র বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ও মুলাদী সমিতি ঢাকা’র সভাপতি ড. মো. হারুন অর রশিদ বিশ্বাসের সার্বিক তত্ত্ববধানে গতকাল মঙ্গলবার মুলাদী সরকারি কলেজ মাঠে এই বৃক্ষরোপণ সমাপনী কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান মিঠু খান, উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস, মুলাদী সরকারি কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা, মুলাদী সমিতি ঢাকা’র উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাবিবুর রহমান, প্রচার সম্পাদক মশিউর রহমান বেলাল, দপ্তর সম্পাদক আবু হাসনাত হিমেল, কার্যনির্বাহী সদস্য দীন মোহম্মদ আলী চঞ্চল, সাংবাদিক শাহিন হোসেন, মুলাদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন, সাধারণ সম্পাদক হুমায়ন কবির প্যাদা প্রমুখ।
এর পূর্বে মুলাদী উপজেলা সমিতি ঢাকা মুলাদী উপজেলার আরিফ মাহমুদ কলেজ, পূর্ব হোসনাবাদ ডিগ্রী কলেজ, চরকালেখান বিশ্ববিদ্যালয় কলেজ, নাজিরপুর ইউনাইটেড কলেজ, সৈয়দ বদরুল হোসেন কলেজ, বাটামারা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছেন।
বৃক্ষরোপণ কমসূচী শেষে মুঠোফোনে সমিতির সভাপতি ড. মো. হারুন অর রশিদ বিশ্বাস বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচী পালনের লক্ষে আমরা উপজেলার সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কমূসূচী পালন করি। এছাড়াও করোনায় সকল ইউনিয়নে কর্মহীন ও দুস্থ্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আরোও বলেন, পরবর্তী কর্মসূচীতে জিপিএ-৫ প্রাপ্ত সকল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানসহ বিভিন্ন ইতিবাচক কর্মসূচীতে মুলাদী সমিতির সক্রিয় অংশগ্রহন থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network