২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

সরাইলে নেই বিনোদন কেন্দ্র!ধরন্তী হাওরে ঈদ আনন্দ

আপডেট: আগস্ট ৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

নিজস্ব প্রতিনিধিঃ সরাইলের কালিকচ্ছ আকাশী বিলে বা হাওরের মিনি কক্সবাজারে হাজারো মানুষের করোনার মাঝে ঈদ আনন্দ। ইতিহাস আর ঐতিহাসিক সরাইল পরগনা নামে পরিচিত সরাইলেতে নেই কোন বিনোদন কেন্দ্র তাই একটু বিনোদনের খোজে মানুষ ছুটে আসছে সরাইল- নাসিরনগর সড়কের হাওরে ধরন্তী চায়ের স্টল গুলোতে। মনোরম প্রকৃতিক দৃশ্য ও কোলাহল মুক্ত হওয়ায় একটু অবসর পেলে মানুষ ছুটে যায় উপজেলার কালিকচ্ছের আকাশী বিলে বা ধরন্তী হাওরে, অনেকে বলে মিনি কক্সবাজার এলাকায় চায়ের দোকান গুলোতে। এই উপজেলায় বিনোদন কেন্দ্র না থাকায়, বিনোদন পিপাসুরা ছুটে চলেছে সরাইল-নাসিরনগর রোড়ে ধরন্তী এলাকায়। এখানে একটু বিনোদন ও এক পিয়ালা চায়ের সাধ গ্রহন করতে ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা। প্রতিদিন দূর দুরান্ত থেকে ছুটে আসা বিনোদন পিপাসু মানুষের পদচারণায় মুখোরিত হয়ে থাকে এই সব চায়ের দোকান সহ প্রাকৃতিক সুন্দর্যে ভরপুর সড়কগুলো। বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীদের সাথে কথা হলে তারা জানায়, এই উপজেলায় বিনোদনের কোন ব্যবস্থা নেই। তাই আমরা একটু অবসর পেলেই দূর দুরান্ত থেকে চলে আসি প্রাকৃতিক পরিবেশে বন্ধুদের নিয়ে এক কাপ চা খাওয়ার জন্য ও দেখতে হাওরে বেষ্টিত থৈথৈ পানি। এখানে এসে এক কাপ চা খেয়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করে চলে যাই। আমাদের এই উপজেলায় যদি বিনোদন কেন্দ্রে থাকতো তাহলে আমাদের অবসর সময়গুলো সেখানে কাটাতে পারতাম। এ উপজেলায় একটি বিনোদন কেন্দ্র খুবই দরকার। পরিবার নিয়ে আসা কয়েক জন এ প্রতিবেদককে বলেন, ছোট বাচ্চাদেরকে নিয়ে বাহির হওয়ার মত কোন বিনোদন কেন্দ্র নেই, ছুটির দিন বা বিকালে ঘুরতে যাওয়ার মত বিনোদন কেন্দ্র এ উপজেলায় নাই, তাই অনেকে এখানে রাস্তার পাশে বসে বা চায়ের দোকানে সময় কাটাই। বর্তমান সময়ের দাবী এ উপজেলায় বিনোদন কেন্দ্র করা অনেক প্রয়োজন।
মোঃ তাসলিম উদ্দিন
০১৭৪০৬৪৭৪৪৬

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network