২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

রাজাপুরে মোম জ্বালিয়ে পেট্রল বিক্রি! আগুনে পুড়ে ছাই ১৪ দোকান

আপডেট: আগস্ট ৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির রাজাপুরে মোমবাতি জ্বালিয়ে পেট্রল বিক্রি করার সময় আগুন লেগে ১৪টি দোকান পুড়ে গেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালীর মীরেরহাটে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত আটজন স্থানীয় বাসিন্দা।

স্থানীয়রা জানায়, বুধবার রাত সারে ৮টার দিকে বিদ্যুৎ চলে গেলে মোমবাতি জ্বালিয়ে দোকানে পেট্রল বিক্রি করছিলেন আব্দুল মজিদ। এসময় হঠাৎ পেট্রলে আগুন ধরে যায়। আগুন মুহূর্তেই আশপাশের দোকানেও ছড়িয়ে পড়ে। রাজাপুর ও ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. আক্তার হোসেন বলেন, খোলা আগুনের পাশে পেট্রল বিক্রি করার সময় অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফলে আশপাশের দোকানগুলো রক্ষা পায়। আগুনে ১৪টি দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার বলেন, আজ বৃহস্পতিবার বিকেলে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ করা হবে। তাদের পাশে থাকবে উপজেলা প্রশাসন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network