২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

আমতলীতে ১৫ আগস্ট জাতীয় শোক পালন উপলক্ষে প্রস্তুতি সভা

আপডেট: আগস্ট ১০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম সাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপত্বিতে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, এ্যাড. আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম, বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, আখতারুজ্জামান খান বাদল, শহিদুল ইসলাম মৃধা, মোঃ হারুন অর রশিদ, বরগুনা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যাপক আলহাজ্ব মোঃ শাহজাহান কবির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাড. মোঃ শামসুদ্দিন শানু প্রমুখ।

অনুষ্ঠানে বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুবক্কর সিদ্দিক, জামিউল হিকমা, এসআই নজরুল ইসলাম, প্যানেল মেয়র হাবিবুর রহমান মীর, বিভিন্ন সরকারী দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করার লক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।সভাশেষে উপস্থিত সকলের মধ্যে বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র পরিকল্পনায় ও জেলা প্রশাসন কর্তৃক রচিত একশত জন বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে “মুক্তিযুদ্ধের স্মৃতিচারন” নামে বই বিতরণ করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network