২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

চরমোনাই পীরের বার্ষিক ওয়াজ মাহফিল শুরু আজ

আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দেশের অন্যতম মুসলিম জমায়েত চরমোনাই বার্ষিক মাহফিল শুরু হচ্ছে আজ বাদ জোহর। আগামী শনিবার সকাল ৮টার দিকে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে। ইতোমধ্যে মাহফিল প্রাঙ্গণে পীরের অনুসারীরা পৌঁছেছেন।

চরমোনাই পীর মাওলানা সৈয়দ মো. রেজাউল করিম আমবয়ানের মাধ্যমে মাহফিলের সূচনা করবেন। মাহফিলে অংশ নিতে এরই মধ্যে কীর্তনখোলা নদীতীরের চরমোনাই মাদরাসার মাঠসহ আশপাশের এলাকাজুড়ে সমবেত হয়েছেন মুসল্লিরা।

মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুসুল্লিদের নিরাপত্তায় পুলিশ-র‍্যাবসহ মাহফিল কমিটির নিজস্ব ব্যবস্থাপনায় কয়েক হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন।চরমোনাই পীরের মাহফিলে প্রতি বছর কয়েক লাখ মুসল্লি অংশগ্রহণ করেন। এবারো নির্ধারিত মাঠের সামিয়ানার নিচে জায়গা নিতে ২-৩ দিন আগে এসে অবস্থান নিয়েছেন মুসল্লিরা। প্রতিবছরই সামিয়ানা উপচে কয়েক কিলোমিটারের মধ্যে আশপাশের বাড়িঘর এবং ফাঁকা জায়গায় মুসুল্লিরা অবস্থান নেন।

তিন দিনের এই মাহফিলে দেশ-বিদেশ থেকে আগত আলেম-ওলামারা গুরুত্বপূর্ণ বয়ান দেবেন। মাহফিল চলাকালে প্রতিদিন বাদ ফজর ও মাগরিবের পর চরমোনাই পীর মুফতি রেজাউল করীম মুরিদীন মুহিব্বিনের উদ্দেশে হেদায়েতি বয়ান পেশ করবেন। তিনি মোট ৫টি বয়ান করবেন। এছাড়া মাহফিলের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ওলামা-মাশায়েখ মহাসমাবেশ এবং তৃতীয় দিন শুক্রবার সকাল সাড়ে ১০টায় ছাত্র আন্দোলনের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network