২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাকেরগঞ্জের হারুনের কাছ থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক জাহাঙ্গীর !

আপডেট: মে ৮, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

প্রতারক জাহাঙ্গীর এর ছবি।

রিপোর্ট অলিউল্লাহ:: বাকেরগঞ্জ উপজেলার বাদলপাড়া গ্রামের মো: হারুন -অর- রশিদ নামে এক ব্যক্তির কাছ থেকে জমি বিক্রির কথা বলে ১৫ লাখ টাকা হাতিয়ে নিল জাহাঙ্গীর আলম নামের এক যুবক ।

হারুন- অর -রশিদ বরিশাল বাণীকে বলেন, মো: জাহাঙ্গীর আলম, পিতা: ওয়াজেদ মোল্লা, মাতা: রাশিদা বেগম, টিভি রোড, কুঞ্জবন, পূর্ব রামপুরা, খিলগাও, ঢাকা। ভোটার আইডি ও জাতীয় পরিচয় পত্র নং-২৬৯৩৬২২৩১০৪৫৭, প্রতারক জাহাঙ্গীর আলম আমার কাছ থেকে ১৯/০৯/২০১৪ ইং তারিখ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং ২২/১০/১৪ ইং তারিখ তিন লক্ষ টাকা, ১১/১১/২০১৪ ইং তারিখ পাঁচ লক্ষ পয়ষট্টি হাজার টাকা, ১২/১২/২০১৪ ইং তারিখ পঁচাশি হাজার সর্বমোট পনের লক্ষ টাকা শাহাবাগ বারডেম জেনারেল হাসপাতালে বসে লেনদেন হয় । পরবর্তীতে পর্যবেক্ষণ দেখা যায় তাঁর জমির কাগজপত্র সঠিক নয়। টাকা চাহিলে বার বার ওয়াদা করে এবং কয়েক বার ওয়াদা করার পর আমাকে পাঁচ লক্ষ টাকার চেক প্রদান করেন, চেক নং- MCA 7383382, ইসলামী ব্যাংক লিমিটেড VIP Road (125276856) চেকটি পুবালি ব্যাংক,টাকা শিশু পার্ক শাখায় জমা দিলে চেকটি ফেরৎ আসে।

এই ঘটনায় ভুক্তভোগী হারুন-অর রশিদ রমনা থানায় প্রতারক জাহাঙ্গীর আলম এর নামে একটি সাধারণ ডায়েরি করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network