২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

খুলনায় রূপসা সেতুর নিচে কোটি টাকার ভারতীয় মাল আটক

আপডেট: নভেম্বর ১৭, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

খুলনায় রূপসা সেতুর নিচে কোটি টাকার ভারতীয় মাল আটক

 

নিজস্ব প্রতিবেদক ।। জেলার রূপসা উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী খাজা খান জাহান আলী.(রূপসা সেতু) এর নিচ থেকে নদীর পাড়ে একটি ইঞ্জিন চালিত ট্রলারে অভিযান চালিয়ে সোয়া এক কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ী-কাপড় ও কাশ্মিরী শাল জব্দ করেছে র‌্যাব-৬। আজ ১৭ নভেম্বর

বুধবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে র‌্যাব। মঙ্গলবার রাতে একটি ইঞ্জিন চালিত ট্রলার ভর্তি এসব চোরাচালানী জব্দ করা হয়।এ দিকে উক্ত জব্দকৃত কাপড়ের মধ্যে রয়েছে- ১৭২১পিস ভারতীয় শাড়ী, ৫২০ পিস ভারতীয় শাল, ৬০ পিস লেহাঙ্গা শাড়ী, ইঞ্জিন চালিত ট্রলার একটি, সৌর সোলার ১টি, অ্যামপ্লিফারয়ার একটি, একটি সাউন্ড বক্স। জব্দকৃত মালামালের আনুমানিক অবৈধ বাজার মূল্য সর্বমোট এক কোটি ২৭ লাখ ৩৬ হাজার টাকা। এঘটনায় লবনচরা থানায় মামলা হয়েছে। আসামীদের দ্রুত গ্রেপ্তারে র‌্যাব চোরাচালানের সাথে সম্পৃক্ত সকল ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network