আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৪
অনলাইন ডেস্ক:: সিরাজগঞ্জের যমুনা নদীতে এক মৎস্যজীবীর জালে ধরা পড়েছে প্রায় এক মণ ওজনের বাঘাইড় মাছ। সরকার ঘোষিত মহাবিপন্ন প্রজাতির এই মাছটি ভাগা করে কেটে ৩৮ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
বাজারে মাছ কিনতে আসা মনজুরুল আলম বনি নামে এক ক্রেতা বলেন, বন্যপ্রাণী নিরাপত্তা ও সংরক্ষণ আইন অমান্য করে বিক্রি করা হচ্ছে বিপন্ন প্রজাতির বাঘাইড় মাছ। ফলে দেশের জলাভূমি থেকে বিশালাকৃতির এ মাছটি বিপন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই মাছকে অনেকে বাঘ মাছও বলে থাকেন। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর তফসিল অনুয়ায়ী এই প্রজাতিটি সংরক্ষিত। এই মাছ ধরা ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ও অপরাধ।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার সয়দাবাদ এলাকায় যমুনা নদীর ঘাটে বাঘাইড় মাছটি ধরা পড়ে। ক্রেতাদের সূত্রে জানা যায়, কড্ডার মোড় এলাকার মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম মাছটি বাজারে তোলেন। দুপুরের দিকে মাছটি কেটে বিক্রি করেন তিনি। প্রতি কেজি ১০০০ টাকায় বিক্রি করা হয়।ব্যবসায়ী ও সমাজসেবক টুক্কু মুক্তার তার ভেরিফাইড ফেসবুক পেজে তথ্যটি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে সিরাজগঞ্জ বিভাগীয় বন কর্মকর্তা মো. মতলুবুর রহমান বলেন, বাঘাইড় মাছ বিক্রয়ের বিষয়ে আমরা জানি না। কোথাও বিক্রি হলে অবশ্যই আগে আমাদেরকে জানাবেন। বাঘাইড় মাছ ক্রয়-বিক্রয় করা আইনত দণ্ডনীয় অপরাধ। তারপরও বিভিন্ন মাছবাজারে এ বিপন্ন মাছটি ক্রয়-বিক্রয় করা হচ্ছে। আমরা এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব।