আপডেট: অক্টোবর ৩১, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :: বাসের নিচে চাপা পড়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক নারী শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম মাইসা ফয়জিয়া মিম। বুধবার (৩০ অক্টোবর) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।নিহত মাইসা ফয়জিয়া মিম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডে রাস্তা পার হওয়ার সময় নারায়ণগঞ্জ ট্রাভেলস নামের একটি বাস তাঁকে চাপা দিলে তিনি নিহত হন।
বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বরিশালটাইমসকে জানিয়েছেন, আমরা প্রক্টরিয়াল বডি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসপাতালে আছি। এখানে অতিরিক্ত পুলিশ সুপারও এসেছেন।
‘বাস কোম্পানির ম্যানেজারের সাথে যোগাযোগ করা হয়েছে। আগামীকাল বারোটার মধ্যে গাড়ির চালককে আটক করার আল্টিমেটাম দেওয়া হয়েছে’।’