১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শেরে বাংলা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল আয়োজন

আপডেট: নভেম্বর ৩, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: জুলাই অভ্যুত্থানে শহিদদের নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ বর্ণিল আয়োজনে এ বছর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (এসবিএমসি) ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হবে।প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ২০ নভেম্বর কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য এই আয়োজনে আরও থাকবে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও স্মৃতিচারণমূলক সভা।

রোববার নগরীর একটি হলরুমে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির কোঅর্ডিনেটর ডা. মিজানুর রহমান।

এসময় উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. আজিজ রহিম, অধ্যাপক ডা. তালুদার মজিদ. অধ্যাপক ডা. কবিরুজ্জামান, ডা. নজরুল ইসলাম সেলিম, ডা. সিহাব উদ্দিন, ডা. শরিফুল ইসলাম রুমেন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গতঃ এই মেডিকেল কলেজটি বরিশাল নগরীতে ১৯৬৮ সালের ২০ নভেম্বর প্রতিষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ডা. মিজানুর রহমান বলেন, দক্ষিণাঞ্চলের বৃহৎ ও ঐতিহ্যবাহী শের ই বাংলা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন প্রাক্তণ শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হবে।ওই দিনটিকে আনন্দ মুখর করতে নানান আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জুলাই অভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মধ্যদিয়ে আয়োজন শেষ হবে বলে জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network