আপডেট: নভেম্বর ৪, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:: গলাচিপায় বিভিন্ন প্রজাতির ১৭টি জীবন্ত কচ্ছপসহ সুকলাল বিশ্বাসকে (৪০) আটক করেছে বন-বিভাগের সদস্যরা। সোমবার সকাল সাড়ে ৭টায় উপজেলার বদনাতলী ঘেয়াঘাট নামক স্থান থেকে তাকে আটক করা হয়। পরে একই দিন তাকে ভ্রাম্যমাণ আদালতে উঠানো হয়।
সুকলাল বিশ্বাস উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরকাজল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈলেন বিশ্বাসের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নাসিম রেজা তাকে বন্য সংরক্ষণ আইন-২০১২-এর ধারায় এক বছর বিনাশ্রমে সাজা দেয়া হয়।
জানা গেছে, সুকলাল বিশ্বাস দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির কচ্ছপ পাচার করে আসছে। সোমবার সকাল সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে অ্যানিমল লেভার্স অব পটুয়াখালীর গলাচিপা প্রতিনিধি মো: রাসেল ও বন বিভাগের বোটম্যান মো: নাঈম হোসেন খান বিভিন্ন প্রজাতি সুন্ধী কচ্ছপ ১০ পিচ, কাটা কচ্ছপ দুই পিচ, গ্যালা পাগুদ পাঁচ পিচ-সহ মোট ১৭ পিচ কচ্ছপসহ তাকে আটক করে।
এ বিষয়ে সুকলাল বিশ্বাস জানান, ‘আমি পাচারকারীর সদস্য নয়। তবে আমার শ্বশুরবাড়ির আত্মীয়রা কচ্ছপ খাওয়ার জন্য বলেছিল। তাই বরিশাল যাচ্ছিলাম।‘
গলাচিপা রেঞ্চ কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন জানান, ‘২০১৮ সালে সুকলাল বিশ্বাস কচ্ছপ পাচার করার সময় র্যাব-এর হাতে ধরা পড়েন এবং তাকে ১৮ দিন জেল খাটতে হয়েছিল।‘ তিনি আরো বলেন, ‘তাকে এক বছর সাজা দেয়া হয়েছে। কচ্ছপগুলো সোমবার দুপুরে গলাচিপার রাবনাবাদ নদীতে অবমুক্ত করা হয়েছে।‘