১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ঝালকাঠিতে মাহিন্দ্রা ও ট্রলির সংঘর্ষে নিহত ২

আপডেট: নভেম্বর ৪, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠির রাজাপুরের পিংড়ি এলাকার মাহিন্দ্রা ও ইট বহনকারী ট্রলির সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মাহিদ্রা গাড়িতে থাকা ৫ যাত্রী। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।উপজেলার পিংড়ি স্কুল ব্রিজ এলাকায় আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক। তিনি জানান, ভান্ডারিয়াগামী একটি মাহিন্দ্রা ও ঝালকাঠিগামী একটি ইট টানা ট্রলি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাদিন্দ্রার দুই যাত্রী নিহত হয়। এতে আরও ৫ জন আহত হয়। ঘটনার পর খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী ও পুলিশ যান চলাচল স্বাভাবিক করে দেয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। এ দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network