১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কুয়াকাটায় নির্মাণাধীন দোকানের বিম ধসে ২ শ্রমিক নিহত

আপডেট: নভেম্বর ৪, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কুয়াকাটায় রাখাইন মহিলা মার্কেট এলাকায় একটি দোকানের বিম ভেঙে দুজন শ্রমিক নিহত হয়েছেন।সোমবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।নিহত দুজন হলেন কামাল মিস্ত্রি (৫৫) ও আবু বকর মৃধা (৪৫)। তাদের বাড়ি কুয়াকাটা পৌরসভার নবীনপুর এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিহত দুই শ্রমিক কেরানীপাড়ার রাখাইন পল্লীর উসুয়ে রাখাইন নামের এক ব্যক্তির দোকানের শাটার লাগাতে আসেন। এ সময় পুরোনো শাটার খুলতে গিয়ে ওই দোকানের বিম ভেঙে তাদের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের দুইজনের মৃত্যু হয়।

কামাল মিস্ত্রির মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন তার ছেলে আবু হানিফ। বাবার এমন মৃত্যুতে আহাজারি করছিলেন তিনি। এ সময় তিনি বলেন, ‘এভাবে বাবার মৃত্যু হইবে বুঝি নাই। বাবা ছিলেন পরিবারের একমাত্র আয়ের মানুষ। তার আয়ে পরিবার চলত। অ্যাহন আমাগো কী হইবে?’

প্রত্যক্ষদর্শী বাসিন্দা আবু সালেহ বলেন, দুই শ্রমিকের গায়ের ওপর বিম ভেঙে পড়ে। তারা দুজনই এর নিচে চাপা পড়েন। তাদের মাথায় প্রচণ্ড আঘাত লাগে এবং শরীরের বিভিন্ন অংশ থেতলে যায়। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।মহিপুর থানার (ওসি) তদন্ত মো. নোমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network