১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

দশমিনায় বিএনপির রাজনীতিতে নক্ষত্র মোফাজ্জেল !

আপডেট: নভেম্বর ২০, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

 

স্টাফ রিপোর্টার
মো. মোফাজ্জেল হোসেন। পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির এক নক্ষত্রের নাম। বিএনপির রাজনীতিতে এক শ্রেষ্ঠ আবিস্কারও তিনি। সুহৃদ তথা হৃদয়বান এই মানুষটির মানব সেবাই ব্রত। তাকে যতই দেখেন ততই পুলকিত হন বরিশাল বিভাগের সবচেয়ে দরিদ্র ও অবহেলিত জনপদ দশমিনার মানুষ। সংকটকালীন সময়ে অবহেলিত এ জনপদের মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা হিসেবে ধরা দিয়েছেন মো. মোফাজ্জেল হোসেন। অত্যান্ত ভদ্র ও বিনয়ী এই নেতাকে ঘিরে স্থানীয় মানুষের প্রত্যাশার যেন অন্ত নেই। তিনি দশমিনাকে মডেল উপজেলা গড়বেন এমন প্রত্যাশায় এখানকার মানুষ। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে উন্নয়নের নামে প্রতারিত হয়ে এক প্রকার হতাশ জনগণের আশার কারণটা ছিল একদম ব্যতিক্রম। কিছু কিছুু রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধি যখন রাজনীতিতে লুটপাটে ব্যস্ত ঠিক তার উল্টো মো. মোফাজ্জেল হোসেন। আগন্তুক হয়ে এসে রাজনীতির পেছনে মেধা-শ্রম ও অর্থ ব্যয় করে নিজ উপজেলার জন্য কাজ করা দেখে আশায় বুক বেধেছেন অনেকে। তিনি দীর্ঘদিন ধরে ব্যক্তিগত অর্থায়নে দশমিনা উপজেলার সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তবে, তিনি প্রচারে নয় বরং কাজে বিশ্বাসী হওয়ায় অনেকটা গোপনেই ভালো কাজের ধারা অব্যাহত রেখেছেন। যা রীতিমতো সবাইকে অবাক করে। মো. মোফাজ্জেল হোসেন ১৯৮৭ সালে শুরু করে দীর্ঘদিন ছাত্র দলের রাজনীতি করেছেন। অনেক বছর ধরে চালিয়ে যাচ্ছেন বিএনপির রাজনীতি। বর্তমানে তিনি উপজেলা বিএনপির সহ-সভাপতি। যুক্ত আছেন বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে। ভবিষ্যৎ জনপ্রতিনিধি হওয়ার বিষয় প্রকাশ্যে এখন কোনো মন্তব্য না করলেও সাধারণ মানুষের তাকে নিয়ে নানা প্রত্যাশা।
জানতে চাইলে মো. মোফাজ্জেল হোসেন বলেন, জনপ্রতিনিধি হওয়ার বিষয় এখনই কোনো ভাবনা নেই। এখন সাধারণ মানুষের জন্যই কাজ করে যেতে চাই। দল ও সাধারণ মানুষের চাওয়ার বিষয়টি সময় নির্ধারণ করবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network