১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বেতাগীতে প্রেমে রাজি না হওয়ায় কোপ: ৫ আঙুল বিচ্ছিন্ন স্কুলছাত্রীর

আপডেট: নভেম্বর ২০, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

গ্রেফতারকৃত হাসান সিকদার ও আহত স্কুলছাত্রী

বরগুনা প্রতিনিধি:: বরগুনার বেতাগীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এতে ওই স্কুলছাত্রীর ৫ আঙুল বিচ্ছিন্ন হয়েছে।মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এদিন রাত ১টার দিকে বেতাগী থানায় সাতজনের নাম উল্লেখ করে মামলা করেন ওই শিক্ষার্থীর বাবা।বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী থানার ওসি মোহাম্মদ একরামুল হক।

তিনি বলেন, এই ঘটনায় প্রধান অভিযুক্ত হাসান সিকদারসহ সাতজনের নাম উল্লেখ করে মামলা করেছেন নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীর বাবা। এ মামলায় হাসানকে গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি আরো বলেন, অভিযুক্ত হাসানকে বুধবার আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ। এছাড়া এ ঘটনায় অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করা হয়েছে। আসামিদের গ্রেফতারের স্বার্থে অন্যান্য আসামিদের নাম প্রকাশ করা হচ্ছে না।ওই শিক্ষার্থীর বাবা বলেন, আমার মেয়ের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি চিকিৎসা চালিয়ে যাচ্ছি। তবে বখাটে হাসানের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

এদিকে এই বিষয়ে অধিকতর তদন্ত করতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম।তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করে নিয়েছে অভিযুক্ত হাসান। এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা সেসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network