১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

জীবননগর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম গ্রেফতার

আপডেট: নভেম্বর ২২, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

হত্যাচেষ্টা ও চাঁদাবাজি মামলায় চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (৬৩) পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

বৃহস্পতিবার (২১শে নভেম্বর ২০২৪) রাত পৌনে ১০টার দিকে জীবননগর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি জীবননগর পৌরশহরের পোস্ট অফিসপাড়ার মৃত সিরাজুল মণ্ডলের ছেলে।

জীবননগর থানা সূত্রে জানা যায়, গত ১৮ই অক্টোবর জীবননগর উপজেলার রাজনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে ১২২ জনের নাম উল্লেখসহ ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন।

প্রাথমিক তদন্তে উক্ত মামলার ঘটনার সাথে রফিকুল ইসলামের সম্পৃক্ততা ছিল বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সকালে গ্রেফতারকৃত আসামিকে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১০ই নভেম্বর একই মামলার এজাহারনামীয় ৭নং আসামি জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন যুবলীগের সভাপতি ইশাবুল ইসলাম ওরফে মিল্টন মোল্লাকে গ্রেফতারপূর্বক আদালতে সোপার্দ করেছিল জীবননগর থানা পুলিশ।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network