১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

গাজীপুরে কাজী গালিবা টেলিকম এন্ড ফার্নিচার শো’রুম উদ্বোধন!

আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক- গাজীপুর সদর উপজেলার ভাওয়াল গড় ইউনিয়নের ভবানীপুর কাশপিয়া প্রিন্টিং এন্ড প্যাকেজিং ইন্ডাঃ লিমিটেড এর গেট সংলগ্ন কাজী গালিবা টেলিকম ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার দোকানে বিদেশী ও দেশীয় পন্য রেফ্রিজারেটর,টিভি,ফ্রিজ,মোবাইল,রাইস কুকার,ফ্যান,খাট, আলমারী,টেবিল,সোফার চেয়ার সহ ইত্যাদি ইলেকট্রনিক্স মালামাল ও আসবাবপত্রের শো’রুমের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে আজ ৩১শে ডিসেম্বর কাজী গালিবা টেলিকম ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার শো’রুমের সত্বাধীকারী কাজী মামুন এর উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। অএ এলাকার গন্য মান্য ব্যাক্তি এবং ব্যবসায়ীবৃন্দ মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। মিলাদ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা মোঃ জাফর আহম্মাদ ,মোনাজাত শেষে মিষ্টি বিতরন করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network