১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল, সাধারণ সম্পাদক হাসান

আপডেট: জানুয়ারি ৪, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: ২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর শাখার সভাপতি নির্বাচন ও সাধারণ সম্পাদক মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রিয়াজুল ইসলাম।সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন হাসান নাঈম।
শুক্রবার (৩ জানুয়ারি) রাত ৮টার দিকে বরিশাল নগরের রূপাতলী হাউজিং অ্যাস্টেটের একটি মিলনায়তনে ছাত্রশিবির বরিশাল মহানগর শাখার সদস্যদের উপস্থিতিতে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ।

২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষে সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত রিয়াজুল ইসলামের নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি রিয়াজুল ইসলাম শাখা সেক্রেটারি হিসেবে হাসান নাঈমকে মনোনীত করেন এবং নাম ঘোষণা দেন।

সমাপনী সেশনে নুরুল ইসলাম সদস্যদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। যেখানে ছাত্র আন্দোলনের বিভিন্ন চ্যালেঞ্জ ও দায়িত্ব সম্পর্কে গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী বরিশাল মহানগর আমির জহির উদ্দিন মু. বাবর, শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আযাদ, বিজ্ঞান সম্পাদক ডা. আবির হাসান, তথ্য সম্পাদক গালিব আব্দুল্লাহ, সাবেক সংস্কৃতি সম্পাদক ও বর্তমান মহনগরীর সহকারী সেক্রেটারি হাসান আতিক, মহানগর সাবেক সভাপতি আহমেদ বায়জিদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।পরিশেষে নবনির্বাচিত শাখা সভাপতি রিয়াজুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network