১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

মুজিবনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় চুরি

আপডেট: জানুয়ারি ৯, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট শাখায় চুরি সংঘটিত হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) রাতের কোনো এক সময় জানালার গ্রিল কেটে ঢুকে ভল্টের তালা কেটে ভেতরে রাখা সিন্দুক ভেঙে টাকা চুরির ঘটনা ঘটে।এজেন্ট ব্যাংকটির ম্যানেজার আব্দুল গাফফার জানান, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ব্যাংকের অফিস সহকারী (পিয়ন) হাসিবুল ডিউটিতে এসে চুরির বিষয়টি দেখতে পান। এ সময় তিনি বিষয়টি আমাকে কল করে জানান। আমি দ্রুত ব্যাংকে আসি। বুধবারের হিসাব শেষে রেখে যাওয়া ৬ লাখ ৩৩ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোর চক্র। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পুলিশকে অবহিত করা হয়েছে।

এজেন্ট ব্যাংকে চুরির বিষয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে আমরা এজেন্ট ব্যাংকে গিয়েছিলাম। প্রাথমিক তদন্তে জানালার গ্রিল কাটা, ব্যাংকের ভোল্টের দরজার কাটা ও ভোল্টের ভেতরে রাখা সিন্দুকটি ভাঙা দেখতে পেয়েছি। ব্যাংকের ম্যানেজারকে এ বিষয়ে জিজ্ঞেস করে জানতে পারি, ভল্টে ৬ লাখ ৩৩ হাজারের কিছু বেশি টাকা ছিল।

মেহেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবদুল করিম এবং জেলা গোয়েন্দা শাখার ওসি, গোপাল চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করেন।তারা বলেন, চুরির ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে মুজিবনগর থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network