আপডেট: জানুয়ারি ১১, ২০২৫
রিপোর্ট অলিউল্লাহ:: বরিশালের নবগ্রাম চেয়ারম্যানবাড়ী এলাকায় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘বাইতুল ঈমান কমপ্লেক্স তাহফিজুল কুরআন নূরানী মডেল মাদ্রাসা ও এতিমখানা শুভ উদ্বোধন, সবক প্রদান ও শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মাদরাসা অডিটরিয়ামে প্রতিষ্ঠানের উপ-পরিচালক ও পরিচালনায় আলহাজ্জ মোঃ লোকমান হোসেন মনির ও প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ এ. এম. জিয়াউল হক (ফিরোজ) মোঃ রেজাউল করিম আকন্দ সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডাঃ মো: জহিরুল হক (মানিক) সাবেক অধ্যাপক ত্ত বিভাগীয় প্রধান সার্জারি শেরে- ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা আলী হায়দার নিজামী অধ্যক্ষ মোহাম্মদপুর বি আর আলিম মাদরাসা, মাওলানা সোহরাব হোসেন অধ্যক্ষ. উওমপুর নূরিয়া ফাযিল মাদরাসা বাকেরগঞ্জ, সৈয়দ মাত্তলানা বশিরুল ইসলাম অধ্যক্ষ দারুসুন্নাহ ছালেহিয়া ক্যাডেট মাদরাসা বরিশাল, মাওলানা মিজানুর রহমান খান অধ্যক্ষ তানজিমুল উম্মাহ মাদরাসা বরিশাল)
বক্তারা বলেন, আল্লাহপাকের সন্তুষ্টি লাভ, ইহকাল ও পরকালের মুক্তি এবং ইসলামের মূল আকিদায় জ্ঞান অর্জন করে প্রকৃত সফলতা লাভের উপায় হিসেবে কাজ করবে তাহফিজুল কুরআন নূরানী মডেল মাদ্রাসা ও এতিমখানা। সমাজ ব্যবস্থার সার্বিক পরিবর্তন সাধন করে কুরআন ও হাদিসের ভিত্তিতে ইসলামি জীবন ব্যবস্থা গড়তে সহায়ক ভূমিকা রেখে প্রতিটি ঘরে ঘরে পবিত্র কুরআনের আলো ছড়িয়ে দিবে।পরে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়, এসময় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।