[english_date], [bangla_day]

রাবিতে শিবিরের কোরআন বিতরণ

আপডেট: January 22, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কোরআন পোড়ানোর প্রতিবাদে গণ-কোরআন বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। ক্যাম্পাসের ছয় স্থানে এ কর্মসূচি পালিত হয়। বুধবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির এ কর্মসূচি পালন করেছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ক্যাম্পাসে কোরআন পোড়ানোর ঘটনা খুবই ন্যক্কারজনক। দুষ্কৃতকারীরা সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিতেই এমন ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি। তবে ষড়যন্ত্রকারীদের এই চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। এ ঘটনার তীব্র প্রতিবাদস্বরূপ আজকের এ কর্মসূচি। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানাই।

জানা গেছে, বিশ্ববদ্যালয়ের শহিদ হবিবুর রহমান ও জিয়াউর রহমান হলের মধ্যবর্তী স্থান; নির্মাণাধীন কামারুজ্জামান হলের সামনে; সৈয়দ আমীর আলী হল মাঠ; বঙ্গবন্ধু হল এবং শের-ই বাংলা হলের মাঝে; বেগম খালেদা জিয়া হল ও রহমতুন্নেছা হলের সামনে এই গণ-কোরআন বিতরণ কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষার্থীর মাঝে প্রায় ৬ শতাধিক কোরআন বিহরণ করা হয়।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ ৯টি আবাসিক হলে আধাপোড়া কোরআন পাওয়া যায়। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে শিক্ষক-শিক্ষার্থীরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network