১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

বরিশালে ১৫ শহিদ পরিবারকে আর্থিক সহায়তা!

আপডেট: মে ১৩, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: জুলাই গণঅভ্যুত্থানে নিহত বরিশাল জেলার ১৫ শহিদ পরিবারের সদস্যদের মাঝে সঞ্চয়পত্র আকারে মোট ১ কোটি ৫০ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্রের চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।সোমবার দুপুরে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, জেলার দশ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার, সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ এবং শহিদ পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর জেলা প্রশাসক বরিশাল জেলার জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহিদ পরিবারের সদস্যদের হাতে সঞ্চয়পত্রের চেক তুলে দেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বরিশাল জেলায় ওই গণঅভ্যুত্থানে মোট ৩০ জন শহিদ হন। এর মধ্যে প্রথম পর্যায়ে ১৫ শহিদ পরিবারের সদস্যদের এই আর্থিক সহায়তা প্রদান করা হলো।জেলা প্রশাসক জানিয়েছেন, বাকি শহিদ পরিবারগুলোকে পর্যায়ক্রমে অনুরূপ সহায়তা প্রদান করা হবে

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network