১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

বরিশালে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট: মে ১৩, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ঠিকাদার নিহত হয়েছেন।সোমবার (১২ মে) বিকেলে নগরের সিঅ্যান্ডবি এক নম্বর পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, নগরের কালুশাহ সড়কের বাসিন্দা আব্দুল আজিজের ছেলে মো. মাহবুবুর রহমান (৬০) ও করিম কুটির এলাকার বাসিন্দা মো. ইমরান হোসেন (৪০)। তারা দুজনই ঠিকাদার ছিলেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ওই ঠিকাদার দুইজন মোটর সাইকেলযোগে কাজিপাড়া থেকে এক নম্বর সিঅ্যান্ডবি পোল এলাকায় যান। এ সময় শ্যামলী পরিবহনের ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়। পরে স্থানীয়রা দ্রুত দুইজনকে উদ্ধার করে বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে।

ওসি বলেন, বাসটি আটক করা হয়েছে। সেই সঙ্গে দুইজনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। পরিবারের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network