আপডেট: মে ৩১, ২০২৫
ঝিনাইদহ জেলা আ.লীগের দপ্তর সম্পাদক বিকাশ কুমার
স্ত্রী-সন্তানসহ ভারত থেকে দেশে ফেরার সময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাড. বিকাশ কুমার ঘোষকে (৫০) আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। শনিবার (৩১শে মে ২০২৫) বিকালে দর্শনার জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়। পরে তাদেরকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিকাশ কুমার ঘোষ ঝিনাইদহের খর্দ এলাকার বিমল কুমার ঘোষের ছেলে।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতির বাড়ি ও দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার মামলায় জামিনে থাকলেও তিনি ইমিগ্রেশন পুলিশের কালো তালিকাভুক্ত ছিলেন বলে জানা গেছে।
ইমিগ্রেশন পুলিশ জানায়, স্ত্রী সন্তানসহ গত ১৩ই মে ভারতে প্রবেশ করেছিলেন বিকাশ কুমার ঘোষ। ১৭ দিন সেখানে অবস্থানের পর শনিবার বিকালে স্ত্রী-সন্তানসহ তিনি দর্শনার জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেন। এসময় তাদরকে আটক করে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দর্শনা থানার ওসি মুহম্মদ শহীদ তিতুমীর জানান, বিকাশ কুমার ঘোষের বিরুদ্ধে ঝিনাইদহের কোনো থানায় মামলা আছে কিনা সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। যে থানায় মামলা থাকবে তাকে সেই থানার পুলিশের নিকট হস্তান্তর করা হবে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।