১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

ভোলায় কোস্টগার্ডের যৌথ অভিযানে ৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

আপডেট: জুন ১, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের উদ্যোগে এক যৌথ অভিযানে উদ্ধারকৃত প্রায় ৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।রোববার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে (২৬ ফেব্রুয়ারি) বুধবার ভোর রাতে কোস্ট গার্ড দক্ষিণ জোন এবং র‌্যাবের সমন্বয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত সংলগ্ন ঝাউবন এলাকায় মাদকবিরোধী একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে অভিনব কায়দায় জালের ভেতর ফিশিং ট্রলারে লুকিয়ে সমুদ্রপথে পাচারের সময় ১ লাখ পিস ইয়াবা উদ্ধারসহ ১৬ জন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় মামলা দায়ের করা হয় এবং জব্দকৃত ইয়াবার নমুনা হিসেবে ২০ পিস থানায় জমা দেওয়া হয়।এছাড়াও গত ২৬ মার্চ ২০২৫ তারিখে বিসিজি স্টেশন বরিশাল কর্তৃক বন্দর থানাধীন কীর্তনখোলা নদী সংলগ্ন কায়াচর এলাকা থেকে আরও ২ কেজি গাঁজা জব্দ করা হয়।

পরবর্তীতে পটুয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মালখানায় সংরক্ষিত ৯৯,৯৮০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।

প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী, ১ জুন ২০২৫ তারিখ সকাল ১০টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী পরিচালক—মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভোলা, র‌্যাব সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।কোস্ট গার্ড জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় ২৪ ঘণ্টা টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে সংস্থাটি আশাবাদ ব্যক্ত করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network