১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

গাজীপুরে বাড়িতে ঢুকে মালিককে হাত-পা বেঁধে স্বর্ণালংকার লুট

আপডেট: অক্টোবর ২, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর মহানগরীতে একটি বাড়িতে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির মালিককে হাত-পা বেঁধে স্বর্ণালংকারসহ নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মহানগরীতে পশ্চিম ধীরাশ্রম এলাকায় এ ঘটনা ঘটে ৷

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানায়, গত বুধবার রাতে কক্সবাজার থেকে ধীরাশ্রম এলাকার বাড়ি আসেন বাড়ির মালিক সোবহান। এ সময় বাড়ির কলাপসিবল গেট খোলা রেখেই খাবারের টেবিলে বসেন তিনি। পরে গভীর রাতে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে।

এরপর তারা সোবহানকে রড দিয়ে বেধড়ক আঘাত করে হাত-পা বেঁধে ফেলে। পরে আলমারির তালা ভেঙে ৯ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে। শেষে ঘরের বাইর থেকে তালা দিয়ে ডাকাত দল পালিয়ে যায়।

প্রতিবেশী সরোয়ার হোসেন বলেন, ‘ডাকাতরা চলে যাওয়ার পর চিৎকার শুনে আমরা দৌড়ে যাই সোবাহানের বাড়িতে। পরে ৯৯৯ ফোন করে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে আসে।’

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘রাতে খবর পেয়ে আমাদের একটি মোবাইল টিম ঘটনাস্থলে যায়। এর আগেই ডাকাতদলের সদস্যরা পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network